
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোটের জন্য গণতন্ত্রের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি রাজপথে কথা বলেছি এখন যে সরকার গঠিত হয়েছে সেটা তো আমাদের সকলের সমর্থিত সরকার আমরা সকলে সাপোর্ট দিয়েছিলাম বিধায় সরকার হয়েছে। এখন এই সরকার বিরুদ্ধে কাকে পক্ষ বানাবো আর কাকে প্রতিপক্ষ বানাবো। এই কারনে আলোচনাটা আমি কম্ফোর্ট ফিল করিনা। এরপরেও অনেকের জোরাজুরির কারণে আসি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, আজকের মিটিংটা আমি ব্যক্তিগতভাবে খুব আপসেট, মিটিং এর বিভিন্ন স্টেপহোল্ডারের কমেন্ট শুনে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল সরকারের প্রতি যাদের একটা আইন-শৃঙ্খলা বাহিনীর বাইরেও একটা ব্যাপক ধরনের বলা চলে বলয় তৈরি করে সরকারকে স্ট্যাবল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফাংশন করার জন্য সহায়তা করছে বিএনপি।
তিনি বলেন, এই যে সরকার গঠনের পরপরই যে পূজোটা হলো ওই আর্মি কিংবা পুলিশ দিয়ে এই পূজা নির্বিঘ্নে করতে করতে পারতেন না যদি সারাদেশে বিএনপি নেতা কর্মীদেরকে তারেক রহমান একটা ইনস্ট্রাকশন না দিত। আমার একটা অভিজ্ঞতা।
নুর বলেন, হয়তো কেউ আবার বলতে পারে ভিপি নুর বিএনপির দালালি শুরু করে দিয়েছে।
সজিব