
ছবি: সংগৃহীত
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া দাবি করেছেন, বহুদলীয় গণতন্ত্র ধ্বংস এবং ডামি নির্বাচন করার দায়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। তিনি বলেন, “যে দল দুইবার প্রহসনের নির্বাচন করেছে এবং বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের রাজনীতি করার অধিকার নেই। ইতিহাসে নাৎসি পার্টিকে নিষিদ্ধ করার দৃষ্টান্ত আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বর্তমান সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা আমাকে হতাশ করছে।”
সম্প্রতি বাংলাভিশনে প্রচারিত একটি টক শোতে অংশ নিয়ে ড. কিবরিয়া এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে শেখ রেহানা জড়িত এবং এই ঘটনায় দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ড. কিবরিয়া দাবি করেন, “যতদিন না শেখ হাসিনা ফাঁসির দণ্ডে দণ্ডিত হচ্ছে, ততদিন এই দেশে শান্তি আসবে না। আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর ফাঁসির পর বিবেচনা করা যেতে পারে যে, ক্লিন ইমেজের কেউ এই দলে রাজনীতি করতে পারে কি না।”
তিনি বলেন, দেশের জনগণও এমন বিচারই প্রত্যাশা করে।
আসিফ