ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম ও স্যালাইন বিতরণ করলো সালথা ছাত্রদল

প্রকাশিত: ২১:১৭, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১৮, ১৭ এপ্রিল ২০২৫

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম ও স্যালাইন বিতরণ করলো সালথা ছাত্রদল

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম ও স্যালাইন বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম ও স্যালাইন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রদলের এ মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

পরীক্ষার্থীদের অনুপ্রেরণা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×