ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আগামী দিনে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে জামায়াত: ড. হে

প্রকাশিত: ২০:৫৩, ১৭ এপ্রিল ২০২৫

আগামী দিনে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা  করতে সহায়তা করবে জামায়াত: ড. হে

ছবি: সংগৃহীত

ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাঁদের ব্যবসা পরিচালনা করতে চান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে। এজন্য আগামী দিনে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এজন্য সহায়তা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৭ম দিনে শাহবাগ পূর্ব থানার ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ডের উদ্যাগে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে দাওয়াতী সভায় ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা এডভোকেট ড. মো. হেলাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, “ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ যে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে সে কথাও মানুষকে বোঝাতে হবে।

তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী বিধান ব্যতিত আর কোন সুন্দর বিধান নেই। মানুষের তৈরি আইনের মানুষ শুধু নিজের এবং নিজ দলের বা দেশের স্বার্থে কাজ করে। ফলে অন্যের অধিকার হরণ হয়। ইসলামের বিধানে সেই সুযোগ নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বিভেদ বা ভেদাভেদ নেই। রাষ্ট্রের কাছে সকল নাগরিক মানুষ হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভের সুযোগ পাবে। তাই ইসলামী সমাজ বিনির্মানের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১-২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব।

এ সময় শাহবাগ পূর্ব থানার সেক্রেটারি এবং সাবেক ছাত্রনেতা নূরুন্নবী রায়হান, থানা কর্মপরিষদ সদস্য ফারুক হোসেন, আলী হোসেন সুমন, উমর ফারুক, মাওলানা মিজানুর রহমানসহ থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শতাধিক ব্যবাসায়ী ফরম পূরন করেন সবশেষে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে এসে শতাধিক লোকের উপস্থিতিতে একটি দাওয়াতী সভায় মিলিত হন।

আসিফ

আরো পড়ুন  

×