ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পলাতক সাবেক মন্ত্রীর কোটি কোটি টাকার সম্পত্তি, নেই ক্রেতা

প্রকাশিত: ১৯:৫৪, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৮, ১৭ এপ্রিল ২০২৫

পলাতক সাবেক মন্ত্রীর কোটি কোটি টাকার সম্পত্তি, নেই ক্রেতা

ছবি: সংগৃহীত।

ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে থাকা সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু গোপনে সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে কাঙ্ক্ষিত ক্রেতার অভাবে বিক্রয় প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে না।

গণমাধ্যম সূত্র জানায়, ঢাকার গুলশান-২ এলাকায় এক বিঘার একটি প্লট, যার বাজারমূল্য আনুমানিক ২০০ কোটি টাকা, গত দুই মাস ধরে বিক্রির চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত বিক্রি হয়নি। একইভাবে, রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত পাঁচ বিঘার আরেকটি জমি বিক্রির জন্যও তৎপরতা চলছে।

গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে, নসরুল হামিদের মালিকানাধীন হামিদ রিয়েল এস্টেট এই সম্পত্তিগুলো ছোট ছোট প্লটে ভাগ করে বিক্রির পরিকল্পনা করছে। এর আগেও তিনি গুলশান, বনানী ও নিকেতন এলাকার একাধিক ছোট প্লট ও বাড়ি বিক্রি করেছেন।

এছাড়া অভিযোগ উঠেছে, এর আগে সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্জিত অর্থের একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ পাচারের মূল লক্ষ্য হলো বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নেওয়া। বিভিন্ন সূত্র দাবি করেছে, বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) নসরুল হামিদ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ৩১৮১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে। যৌথ বাহিনী হামিদ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, অস্ত্রসহ মূল্যবান সামগ্রী জব্দ করে।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×