
ছবি: সংগৃহীত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের আট মাস অতিবাহিত হলেও গুম হওয়া বিএনপি নেতাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি প্রশ্ন তোলেন, “গুম কমিশন কী করছে? কোথায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনসহ অন্যরা? তাদের ফিরিয়ে আনার দায়িত্ব কে নেবে?”
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর স্মরণে ‘ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটি’ আয়োজন করে।
রিজভী দাবি করেন, সিলেট সীমান্তে ভারতের টিপাইমুখ বাঁধের প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কারণেই ইলিয়াস আলী নিখোঁজ হন। তিনি বলেন, “যারা সহ্য করতে পারেনি, তাদের যৌথ প্রযোজনায় ইলিয়াস আলীকে অদৃশ্য করা হয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
আসিফ