
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "বাংলাদেশে ফ্যাসিস্ট শাসনের সময় রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছে সব দল, কিন্তু প্রথম ও শেষ আঘাতটা এসেছে আমাদের ওপরেই।"
শফিকুর রহমান বলেন, “আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জীবননাশ করা হয়েছে। ব্রিটেনের একটি এপেক্স কোর্ট একে ‘Genocide of the Justice’ বলেছে। এটা বিচার ছিল না, ছিল বিচারের গণহত্যা।”
তিনি আরও বলেন, “আমরা ১১ জন শীর্ষ নেতা হারিয়েছি। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। অসংখ্য কর্মী নিহত ও পঙ্গু হয়েছেন। আমাদের মতোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও বহু নেতাকর্মীকে হারিয়েছে, জুলুমের শিকার হয়েছে।”
জামায়াত আমির জানান, ইউরোপ সফরের অংশ হিসেবে বেলজিয়াম হয়ে যুক্তরাজ্যে আসেন তারা। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
“আমাদের সফরের মূল উদ্দেশ্যই ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করা। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন,”—বলেন জামায়াত আমির।
তবে এই সাক্ষাতে দুই দলের মধ্যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সমঝোতা হয়নি বলে জানান তিনি। “এক জায়গায় দুই দলের শীর্ষ নেতারা বসলে রাজনীতি প্রসঙ্গ আসবেই, সেটাই স্বাভাবিক। তবে আমরা কেবল সাধারণ আলোচনা করেছি—নির্বাচন কবে, কীভাবে হবে, বিচারব্যবস্থা কেমন হওয়া উচিত—এসব নিয়ে, তবে কোনো সিদ্ধান্তমূলক আলোচনা হয়নি।”
শফিকুর রহমান আরও বলেন, “রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দিচ্ছে—নির্বাচন শেষে সবাই মিলে দেশ চালানো যায়। আমাদেরও সেদিকেই এগোতে হবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=DMjk3UCRtCo
আবীর