ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম

প্রকাশিত: ২৩:৫৩, ১৬ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ

ছবি: জনকণ্ঠ

কুড়িগ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দল থেকে গণহারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুর ২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫০ জন নেতা পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক। তিনি বলেন, "সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় ভালো-মন্দ মিলিয়ে দীর্ঘ সময় পার করেছি। অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"

তিনি আরও বলেন, “গত আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং জনসম্পৃক্ততা কমে গেছে। ফলে আমরা কেউ কোনো প্ররোচনায় নয়, বরং সুস্থ মস্তিষ্কে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সকল পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সময় আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আয়ইুব, এবং ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।

 

বক্তারা বলেন, “আজ থেকে আমাদের আর জাতীয় পার্টি ও তার অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয়ের ভিত্তিতে অতীতে যে সকল কর্মসূচিতে অংশ নিয়েছি, তার কোনো দায়দায়িত্ব বর্তমানে আমাদের ওপর বর্তাবে না।”

মোস্তাফিজ/রবিউল

আরো পড়ুন  

×