ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে জামায়াত: অ্যাড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ১৬ এপ্রিল ২০২৫

জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে জামায়াত: অ্যাড. হেলাল উদ্দিন

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। কোনো কিছুতেই জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে জামায়াতে ইসলামীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এ দেশের জনগণ তাদের নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৬ষ্ঠ দিনে পল্টন থানার উদ্যোগে পল্টন চায়না টাওয়ারে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠানে বুধবার (১৬ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, কর্মপরিষদ সদস্য যথাক্রমে নজরুল ইসলাম মজুমদার, মোশাররফ হোসেন, আল-আমিন রাসেলসহ শতাধিক নেতাকর্মী।

হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীরা জামায়াত নেতাদের কাছে পেয়ে জানতে চান, ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কিনা। তিনি জবাবে বলেন, "বুকে শাহাদাতের তামান্না নিয়ে যেভাবে ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা হয়েছে, সেভাবেই সামনের দিনেও ফ্যাসিবাদ রুখতে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে।"

এ সময় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন যে, জামায়াত যেন সারা বাংলাদেশে তাদের এই দাওয়াতি তৎপরতা অব্যাহত রাখে।

হেলাল উদ্দিন আরও বলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং রাসূল (সা.)-কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে। তবেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং সকল বৈষম্য দূর হবে।

জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়—যে রাষ্ট্র গঠনের স্বপ্ন ছাত্র-জনতা দেখেছে, যার জন্য তারা জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে। জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই।

তাই তিনি ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকল দেশবাসীকে ইসলামের সুমহান ছায়াতলে এগিয়ে আসার আহ্বান জানান।

এম.কে.

আরো পড়ুন  

×