ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিএনপিকে দায় দিচ্ছে: ছাত্রদল

প্রকাশিত: ১৯:৫৭, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:০৭, ১৬ এপ্রিল ২০২৫

প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিএনপিকে দায় দিচ্ছে: ছাত্রদল

ছবি: জনকন্ঠ


রাজধানীর রূপনগরে প্রেম সংঘটিত ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। 

 

এমন দাবি নিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আজ বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। 

 

প্রতিবাদ মানববন্ধনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, এনসিপি তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে এবং পাশাপাশি গত সোমবার আনুমানিক রাত ৮ টায় রাজধানীর রূপনগরে প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতারা বিশৃঙ্খলা ও হামলা করে। তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। 

 

ছাত্রদলের নেতারা তাদের বক্তব্য বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোয়, গণমানুষের দল বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। দলটি রাজনৈতিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা মনে করি।  

 

তারা আরও বলেন- রূপনগরের ছোট্ট একটি  ইস্যুকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে ফায়দা হাসিলের চেষ্টা করেছে। তাদের এ অপচেষ্টা জনগণ কখনও সফল হতে দেবে না।  

 

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যেটা সঠিক সেটা বলুন। বিএনপি'র বিরুদ্ধে কোন অপপ্রচার করে লাভ হবে না। বিএনপি গণমানুষের জনপ্রিয় একটি রাজনৈতিক দল। 

 

এসময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের হাতে ছাত্রলীগের পুনর্বাসন করছে এনসিপি এমন মর্মে একাধিক ব্যানার ফেস্টুন দেখা গিয়েছে। এছাড়াও এনসিপি নেতারা যে ছাত্রলীগের পদধারী ছিল তার সকল তথ্য উপাত্ত দেখা গিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীদের হাতে। 

 

মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহ- সভাপতি মোঃ কাওসার খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ কাওসার খান সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ ও থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ।


 

সুরাইয়া

আরো পড়ুন  

×