ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩৬, ১৬ এপ্রিল ২০২৫

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়

ছবি: সংগৃহীত

প্রশাসন অনেক জায়গায় বিএনপির হয়ে কাজ করছে, এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নাহিদ।

তিনি বলেন, "বর্তমান মাঠ প্রশাসনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন সেসব জায়গায় নীরব ভূমিকা পালন করছে।"

নাহিদ ইসলাম আরও বলেন, "আমরা লক্ষ্য করছি, অনেক এলাকায় প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে। এমনকি যেখানে চাঁদাবাজি চলছে, সেখানেও প্রশাসনের প্রতিক্রিয়া নেই। এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশকে নিরপেক্ষ রাখতে হবে।"

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো দিয়েছি, সেগুলো নিয়েও আলোচনা করেছি। আমাদের তিনটি মূল দাবি—সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন।"

তিনি আরও যোগ করেন, "আমরা কেবল ন্যূনতম পরিবর্তন নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সে ধরনের নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কি না, সেটি তখন বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।"

শিহাব

আরো পড়ুন  

×