ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন জামায়াতের আমির

প্রকাশিত: ১২:০১, ১৬ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন জামায়াতের আমির

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে গেল রবিবার লন্ডনে বিএনপি চেয়ারপার্সনের সাথে জামায়াতে ইসলামী নেতাদের এই সাক্ষাৎ হয়েছে। প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি।

জামায়াতের আমির বলেছেন তারা একসাথে অনেকদিন কাজ করেছেন। জামায়াতের আমির শফিকুর রহমান ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াত আমিরের।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=VUTQXXWYYx8

আবীর

×