ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ফেসবুকে লাইক কমেন্টের নেশা মানুষকে শত মিথ্যাচারে নিমগ্ন করছে: রাশেদ খান

প্রকাশিত: ০৯:৪৩, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৪৪, ১৬ এপ্রিল ২০২৫

ফেসবুকে লাইক কমেন্টের নেশা মানুষকে শত মিথ্যাচারে নিমগ্ন করছে: রাশেদ খান

ছবি : সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে ঢাকার পার্কিং ফি বিতর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, "ঢাকা শহরের বিভিন্ন স্থানে গাড়ি পার্কিংয়ে ফি দেওয়ার প্রথা নতুন কিছু নয়। হাইকোর্ট, হজ ক্যাম্প থেকে শুরু করে শপিং মল পর্যন্ত সর্বত্রই এই নিয়ম চালু রয়েছে।"

 

 

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সমালোচনা করে বলেন, "যে ব্যক্তি ভিডিওটি তৈরি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে একজন অশিক্ষিত যুবককে উত্তেজিত করেছেন। ভিডিওকারী শিক্ষিত হওয়া সত্ত্বেও ভিউ ও লাইকের লোভে ইন্ধন যোগাচ্ছেন। আজকাল ভিউ ব্যবসার জন্য শিক্ষিতরা অশিক্ষিতদের মতো আচরণ করছেন।"

 

রাশেদ খান ফেসবুক সংস্কৃতির কঠোর সমালোচনা করে যোগ করেন, "লাইক-কমেন্টের নেশা মানুষকে মিথ্যাচারে নিমজ্জিত করছে। পার্কিং ফি উত্তোলনকে চাঁদাবাজি বলে চিহ্নিত করে ফেসবুকে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, এমনকি নিরীহ মানুষকে গ্রেফতার করাতেও দ্বিধা করা হচ্ছে না।"

 

 

তিনি সমাজের বৃহত্তর দুর্নীতির দিকে ইঙ্গিত করে বলেন, "নিয়োগ প্রক্রিয়ায় স্মার্ট চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য এবং গোপনে তদবিরের মাধ্যমে অর্থ আদায় চলছে। যারা এসব করছে তারা ফেসবুকে ফেরেশতা সেজে থাকে। অথচ আমলাতন্ত্র ও প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি ও ঘুষ প্রথা অব্যাহত রয়েছে।"

রাশেদ খান তার পোস্টে জোর দিয়ে বলেন, "সরকারি ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি ছিল। কিন্তু যারা এগুলো বন্ধ করার কথা, তারাই এখন এসব অনিয়মে জড়িয়ে পড়ছে।"

 

আঁখি

আরো পড়ুন  

×