ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

গণ অধিকার পরিষদ থেকে ফাতিমা তাসনিমের পদত্যাগ, এলাকায় নানান আলোচনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০৮:২৩, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৩০, ১৬ এপ্রিল ২০২৫

গণ অধিকার পরিষদ থেকে ফাতিমা তাসনিমের পদত্যাগ, এলাকায় নানান আলোচনা

ছবি : জনকণ্ঠ

গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। গণঅধিকার পরিষদ সভাপতি বরাবরে ১৩ এপ্রিলের এক আবেদনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদকের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার ফাতিমা তার ব্যক্তিগত ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন।

 


ফাতিমা ব্যক্তিগত কারণ ছাড়া পদত্যাগের বিষয়ে আর কোন মন্তব্য করেননি। বিষয়টি তার জন্মস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ইতোপূর্বে সে এই জনপদে আগামি সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের জানান দিয়েছেন। শোডাউন করেছেন। পদত্যাগের পরে গুজব রয়েছে সে শীঘ্রই নতুন কোন রাজনৈতিক দল গঠণ কিংবা নতুন কোন দলে যোগ দিতে পারেন।

 


এ বিষয়ে ফাতিমা তাসনিমকে মোবাইল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাকে নিয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক ঠিকানা সম্পর্কে নানান গুজবের ডালপালা বিস্তৃত হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 

আঁখি

আরো পড়ুন  

×