ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আবারও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন!

প্রকাশিত: ২৩:৩৭, ১৫ এপ্রিল ২০২৫

আবারও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন!

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে ফের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার অন্তর্গত দক্ষিণ সাতখামার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের দাবি, মধ্যরাতে দুর্বৃত্তরা তার বাড়ির পাশে থাকা খড় ও খড়ি রাখার ঘরে আগুন ধরিয়ে দেয়।

আগুনে প্রায় ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সাদ্দামের মা আনোয়ারা বেগম জানান, “মধ্যরাতে হঠাৎ খড়ের ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন দেখে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নেভায়।”

তিনি আরও বলেন, “আমার স্বামী তিন বছর ধরে অসুস্থ হয়ে বিছানায়। গত বছর ৫ আগস্ট আমাদের পুরো বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তারপর কয়েকটি রুম সংস্কার করে বসবাস শুরু করি। এবার খড়ের ঘরটিতে আগুন দেওয়া হয়েছে, যা মূল ঘর থেকে কিছুটা দূরে ছিল। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, “ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের টিনশেড ঘরে খড় ও খড়ি রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার বলেন, “ঘটনাটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”

উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ আগস্ট সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এবার দ্বিতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা।

×