ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে জামায়াতের আমিরের সাক্ষাৎ

প্রকাশিত: ২৩:২৭, ১৫ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে জামায়াতের আমিরের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের লন্ডনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানায়, গত রোববার (তারিখ উল্লেখযোগ্য নয়) এই বৈঠকটি হয়। প্রায় দুই সপ্তাহের সফর শেষে জামায়াত আমির শফিকুর রহমান সোমবার সকালে দেশে ফিরে আসেন, যদিও নায়েবে আমির তাহের এখনো লন্ডনেই অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “বেগম জিয়ার সঙ্গে আমাদের দেখা হয়েছে। তিনি অসুস্থ, তাঁর খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর সাক্ষাৎ হলো। আমরা তাঁর জন্য দোয়া করেছি, তাঁর কাছ থেকেও দোয়া নিয়েছি।”

তারেক রহমানের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথা হয়। তবে বিস্তারিত কিছু বলতে চাই না।”

উল্লেখ্য, জামায়াতের প্রতিনিধি দলটি গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে গিয়েছিল। সফরকালে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দপ্তর ও ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া সংক্রান্ত ককাসের এমপিদের সঙ্গে বৈঠক করেন তারা। সফর শেষে প্রতিনিধি দলটি লন্ডনে যায়।

এদিকে, এই সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে ফেসবুকে লেখেন, “বেগম জিয়ার সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাতে কী আলোচনা হয়েছে, তা জানা না গেলেও এটি রাজনীতিতে নতুন কোনো রসায়নের সূচনা করতে পারে, কিংবা নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই থেকে যেতে পারে—তা সময়ই বলে দেবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাৎ নিয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।”

আসিফ

×