ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বিএনপির গাড়ি বহরে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি

প্রকাশিত: ২৩:০৭, ১৫ এপ্রিল ২০২৫

বিএনপির গাড়ি বহরে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জানে আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন জানে আলম। তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। শুনানিকালে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৩ সালের ৩ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফটিকছড়ির হেঁয়াকো বাজারে স্থানীয় বিএনপির এক সমাবেশে যাওয়ার পথে সরওয়ার আলমগীরের নেতৃত্বাধীন গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালান। এতে সরওয়ার আলমগীরসহ বেশ কয়েকজন আহত হন এবং গাড়িবহরে অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার পর দাঁতমারা ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ ইয়াকুব বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে মামলা করেন। মামলার ১১ জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মঙ্গলবার চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির হন। শুনানি শেষে বিচারক ১০ জনের জামিন মঞ্জুর করলেও মামলার ১ নম্বর আসামি জানে আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি বলেন, “আদালতের এ সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

নুসরাত

আরো পড়ুন  

×