ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ভোট ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না

প্রকাশিত: ১২:০২, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০৩, ১৫ এপ্রিল ২০২৫

ভোট ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না

ছবি: সংগৃহীত

নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি কোনো আল্টিমেটাম নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খোঁজা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করে কাউকে সুযোগ করে দিলে জাতি তা মেনে নেবে না।"

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আগের একাধিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও এখনো আনুষ্ঠানিক কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং তার এবং তার প্রেস সচিবের বিভিন্ন মন্তব্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের কথা উঠে এসেছে, যা আগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, “আমরা চাই, প্রধান উপদেষ্টা জাতির সামনে নির্দিষ্ট করে জানিয়ে দিন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে অফিসিয়াল নির্দেশনা দেবেন।”

বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে।

সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হবে বিএনপি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=dBQALSzAnug

আবীর

আরো পড়ুন  

×