ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী আওয়ামী লীগ নেতা আটক!

প্রকাশিত: ০৩:১৯, ১৫ এপ্রিল ২০২৫

কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী আওয়ামী লীগ নেতা আটক!

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বিষয়টি সোমবার (১৪ এপ্রিল) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

যারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন, তাদের মধ্যে একজন বলেন, “উনি মাস্ক পরে ইত্তেফাকের গলিতে আরও দুই-চারজন নিয়ে কীভাবে আওয়ামী লীগ সংগঠিত করা যায়, বিএনপির ওপর হামলা করা যায়—এরকম পরিকল্পনা করছিলেন। আমরা পাশে চা এর দোকানে দাঁড়িয়ে কথা শুনে তাকে আটক করি। আটক করার পর তার মাস্ক সরিয়ে দেখি, উনি সায়মন।”

এর আগে, একই মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকেও গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিল মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের প্রচারণা চলছিল। বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী ছিলেন তাবিথ আওয়াল। তার সমর্থনে প্রচারে নেমেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময় কারওয়ান বাজার এলাকায় তার গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাই এই হামলায় জড়িত ছিলেন।

দীর্ঘ প্রায় এক দশক পর, ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় এই ঘটনায় মামলা দায়ের করা হয়, যেখানে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1720036448933049&rdid=ne0JjcMOl51huPWj

ইমরান

আরো পড়ুন  

×