
ছবিঃ সংগৃহীত
শাসনকালের শেষ দিকে একচ্ছত্র ক্ষমতা নিয়েছিলেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আবুল কাশেম ফজলুল হক। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের দেশে কিছু চিন্তা চেতনা ছিলো রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ে। কিন্ত সেই চিন্তার চর্চা দেশ স্বাধীন হওয়ার পর আর ধারাবাহিকভাবে চলেনি। ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক স্বাভাবিক বিকাশ হয়নি। নানান অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে আমাদের ৫৩ বছর পার হয়েছে।
তিনি আরো বলেন, ৫৩ বছরের ভিতরেও আমরা আমাদের লেখক ও বুদ্ধিজীবীদের কাছে স্বচ্ছ চিন্তাচেতনা পাইনি। বর্তমান সময়ে রাজনীতির গুণগত মান বৃদ্ধি করতে হলে শুধু নেতা হলে হবে না, শিক্ষা দিক্ষারও দরকার আছে। যেটা রাজনীতিবিদরা গুরুত্ব দেন না। অনেক নেতা আমাদের ইতিহাসও ঠিকভাবে জানেন না৷ দেশবাসীর কল্যাণের কথা তারা বলছেন, কিন কোন নেতাকে আমরা বলব যে প্রকৃতপক্ষে দেশবাসীর চিন্তা করে।
শেখ হাসিনা একটানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন, তার আগে আরো ৫ বছর ছিলেন। শেষদিকে প্রায় একচ্ছত্র ক্ষমতা নিয়েছিলেন। তার শাসনকালে তার ক্ষমতায় আসা, সেটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আসেননি। মিনিমাম যে নির্বাচনটুকু তে আসবে, সেটাও সুষ্ঠু ছিল না।
রিফাত