
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে ট্র্যাপে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির নেতা মাহমুদুর রহমান মাহমুদ। একটি বেররকারি গণমাধ্যমের অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
জাপা নেতা মাহমুদুর রহমান বলেন, ‘সরকার এই ট্র্যাপ ফেলে এক শ্রেণির লোকদের খুশি করছে, রাজনৈতিক দলকে খুশি করছে। সরকারের এটা করছে যাতে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন রচনা হতে না পারে।’
অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুস্পষ্ট কোনো ঘোষণা দিচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকার জানে যে, আমি নভেম্বর বললে নভেম্বর হবে না, আমি ডিসেম্বর বললে ডিসেম্বর হবে না। ড. ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে মানুষকে গোলকধাঁধার মধ্যে রেখেছেন।’
নির্বাচনকে কেন্দ্র করে একটি ‘জটলা’ তৈরি হয়েছে বলে মনে করেন জাপা নেতা মাহমুদুর রহমান। অন্তর্বর্তী সরকার নিজেই এই ‘জটলা’ তৈরি করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচন কবে হবে তা নিয়ে ড. ইউনূস একদম সরাসরি কিছু বলেন না। আমি নিজেও সংস্কারের পক্ষে ছিলাম। কিন্তু এখন দেখছি, এই সংস্কারের নামে কালক্ষেপণ ছাড়া আর কিছুই হবে না।’
সূত্র: https://www.youtube.com/watch?v=bvfJybDBhdg
রাকিব