ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি

প্রকাশিত: ১৬:০৩, ১৪ এপ্রিল ২০২৫

প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের মতো একটি সার্বজনীন উৎসবকে দলীয় স্বার্থে ব্যবহার করে তা নিজেদের হাতিয়ার বানিয়েছিল।”

সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, “এই প্রথম আমরা হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত পরিবেশে নববর্ষ উদযাপন করছি। আগামী দিনগুলোতে নববর্ষ যেন একটি জাতীয় উৎসবে রূপ নেয়, সেই প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন চাই। গত জুলাইয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিবর্তনের সূচনা হয়েছে। তবে রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার না হলে সেই বিপ্লব থেমে যেতে পারে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে যে সংস্কার প্রক্রিয়া চলছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিচার ও সংস্কারের প্রতিফলন আমরা দ্রুত সময়ের মধ্যেই দেখতে চাই।”

নাহিদ ইসলাম আরও জানান, এনসিপি এখন গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে রেখে এগিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদ নির্মূলে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শিহাব

×