
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে এবারের পহেলা বৈশাখ পালন নিয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নেতিবাচক একটি লেখা প্রকাশিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) এর প্রতিবাদে নিজের ভেরিফায়েড ফেসবুকে সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ।
তার লেখাটি হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো-
আমি জানতাম এই মহিলা কিছু একটা বাণী চিরন্তনী ডেলিভারি দিবেই দিবে আজকে! ভালোই হয়েছে, এক্কেবারে ওপারের অনন্দবজরেই (সবসময় দেখি ওরা নামের বিকৃতি করে, ওদের শেখানো পথেই ওদের নাম উচ্চারণ!) লিখেছে। অনন্দবজরের সাথে শাওনের মত মানুষগুলোই ফিট করে আসলে— পুরোই সোনায় সোহাগা!
ওর কাছে দমবন্ধ লাগবে এটা মোটেই অস্বাভাবিক নয়, ওর মাম্মি হাসিনা গদিতে থাকলে এমনটা লাগতো না হয়ত। এতদিন ধরে তেলে-জলে যাদেরকে পেলেপুষে বড় করেছিলো, সেই পেয়ারে দুলালি মেয়েগুলোকে সাথে না নিয়ে একাকী পালিয়ে চলে গেছে মা, এমনই এক মা-হারা কন্যার কাছে এবারের বোশেখটা দমবন্ধ লাগবে, এটাই কি স্বাভাবিক নয়?
শিহাব