
ছবি: দৈনিক জনকণ্ঠ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাটি ও মানুষের দল। বিএনপি রাতের ভোটে, ভোট কেটে কিংবা জোর করে ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়না। বিএনপি জনগণের ভোট নিয়ে, জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় যেতে চায় ।
রবিবার (১৩ এপ্রিল) রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের বাসিন্দা সাবেক এনবিআর সদস্য নূরুজ্জামান তালুকদার নাসিম শিকদার গ্রামের বাড়িতে একটু উঠোন বৈঠকে তিনি একথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, জনগণ বিএনপিকে পাগলের মত ভালবাসে। এই জন্য গত ১৭ বছর শত চেষ্টা করেও ফ্যাসিবাদী শেখ হাসিনা বিএনপিকে কোনভাবেই ভাঙতে পারে নাই। আগামীতেও বিএনপিকে কেউ ভাঙতে পারবে না।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা জনরোষের ভয়ে পালিয়ে গিয়েছেন কিন্তু শত অত্যাচার, নির্যাতনের মুখেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কখনো পালান নাই। ফ্যাসিবাদীর সাথে আপোষ করেন নাই। বিএনপি নেত্রী খালেদা জিয়া এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষের সাথে রয়ে গেছেন। তিনি নিজের জীবনের পরোয়া করেন নাই।
উঠান বৈঠকে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সাবেক এনবিআর সদস্য নুরুজ্জামান তালুকদার নাসিম সিকদার, ভাঙ্গা উপজেলা বিএনপি'র সভাপতি ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা রেহান মাতুব্বর, নুরুল হুদা প্রমুখ।
শিহাব