ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আমরা দুনিয়া জয় করব, ইনশাআল্লাহ :ফরহাদ মজহার

প্রকাশিত: ১২:৫৪, ১৪ এপ্রিল ২০২৫

আমরা দুনিয়া জয় করব, ইনশাআল্লাহ :ফরহাদ মজহার

পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী আনন্দ  শোভাযাত্রায় অংশ নিয়ে কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার একে "গণঅভ্যুত্থান" ও "বাঙালির সাংস্কৃতিক পুনরুদ্ধার" হিসেবে অভিহিত করেছেন। শোভাযাত্রায় তিনি বলেন,  

 

 

"প্রথমে একটি গণঅভ্যুত্থান করেছি আমরা, আর জনগণ হাজির হয়েছে। আমরা তো দেখিয়ে দিলাম—জনগণ কি জিনিস! এত বছর ধরে যাদেরকে বাঙালির নামে দমন করে রাখা হয়েছিল, এই রাষ্ট্র যাদের বিরুদ্ধে গড়ে উঠেছিল, তারাই আজ রাস্তায় উৎসব করছে। এটা এই সরকারেরই করা। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম, আমাদের আসল উৎসব হলো চৈত্রসংক্রান্তি ও বৈশাখী। এই দুটি উৎসব একসাথে অন্তর্বর্তী সরকার পালন করছে, আর আমরা তাদের অভিনন্দন জানাই।"  

তিনি এদিনের ঘটনাকে "রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ" আখ্যা দিয়ে যোগ করেন,  
"আন্তর্জাতিক ভূরাজনীতির জটিলতার বিপরীতে এটা বাংলাদেশের জনগণের পরিষ্কার বার্তা—বাংলাদেশ কী, তা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছি। আমরা দুনিয়া জয় করব, ইনশাআল্লাহ।"  

 
  
'মঙ্গল' আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি হলো বিজু, বিহু, বৈশাবী, সাধু-মণ্ডলীর সংস্কৃতি। এটাই প্রকৃত মঙ্গল যেখানে সবাই অন্তর্ভুক্ত, কেউ বাদ পড়ে না। যেখানে সকলে থাকতে পারে না, সেটা কি করে মঙ্গল হয়? এজন্যই তো ফ্যাসিস্ট শক্তি (আওয়ামী লীগ) এতদিন এটাকে টিকিয়ে রেখেছিল। আজ আমরা তাদের রাজনৈতিকভাবে পরাজিত করেছি, এখন সাংস্কৃতিকভাবে দেশ থেকে ঝাঁটিয়ে দেব! শোভাযাত্রাকে 'জনগণের জাগরণ' হিসেবে ব্যাখ্যা করে তিনি দাবি করেন,  

 


"শোভাযাত্রা কোনো রাজনৈতিক বলয় নয়, বরং জনগণের জয়গান। ফ্যাসিস্ট শক্তি একে তাদের মতো ব্যবহার করত, কিন্তু আমরা জনগণের ভাষায় কথা বলেছি। আজ রাস্তায় নেমে দেখলাম—জনগণ কথা বলছে! এই গণঅভ্যুত্থানই তাদের কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে। এটা একটি ঐতিহাসিক ঘটনা।"

 

আঁখি

আরো পড়ুন  

×