ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈত্রিক সম্পত্তি: মির্জা আব্বাস

প্রকাশিত: ০১:২৭, ১৪ এপ্রিল ২০২৫

শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈত্রিক সম্পত্তি: মির্জা আব্বাস

ছবিঃ সংগৃহীত

শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈত্রিক সম্পত্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে রেলওয়ের জমি দখল করেছি আমি। এই ব্যাপারটা আমি আগেও পরিষ্কার করেছি, এখনও করতেছি। ৫১ কোটি টাকার রেলওয়ের জমি দখল করেছি এমন একটি খবর ঘুরছে। ২০০৬ সালের আগে আমারই প্রতিপক্ষ আওয়ামী লীগের কিছু নেতারা একটি পত্রিকায় খবর ছাপিয়েছিল আমার বিরুদ্ধে, সেই পত্রিকার কাটপিছ দিয়ে এখন আবার নিউজ ছড়ানো হচ্ছে। বিভিন্ন ব্লগাররা এই তথ্য তুলে ধরছে যারা আওয়ামী সমর্থক।

মির্জা আব্বাস বলেন, এখানে আমার পরিষ্কার বক্তব্য হলো, শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈত্রিক সম্পত্তি। আই রিপিট, পুরো শাহজাহানপুর এলাকার অর্ধেকই আমার পৈত্রিক ও আমার আত্নীয়স্বজনের সম্পত্তি। আমাদের বলা হচ্ছে রেলওয়ের জমি দখল করেছি আমরা, বরং রেলওয়ে আমাদের জমি দখল করে রেখেছে। 

বিএনপির এই নেতা বলেন, এটা জনগণের জন্য আমি বলতে চাচ্ছি, যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই জমিতে আমরা ৮ পুরুষ বসবাস করি। তখন বাংলাদেশ রেলওয়ের জন্ম হয় নাই ঢাকা শহরে। এটা উদ্দেশ্যমূলক, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হচ্ছে।

এই মুহুর্তে আওয়ামী লীগ তো আছেই, আরো দুইটা দল আছে তারা উদ্দেশ্যমূলকভাবে এই কাজগুলো করতেছে। তাদের টাকা আছে এখন, সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা ব্যয় করতেছে। আমরা যখন জেল জুলুমের শিকার হয়েছি তখন তো তারা এই কথা বলে নাই, এখন বলছে কারণ আমাদেরকে এখন প্রতিপক্ষ মনে করতেছে তারা।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1C9TpixGJP/

রিফাত

আরো পড়ুন  

×