
ছবিঃ সংগৃহীত
বিএনপি এখন চাঁদাবাজি করে না, করে নতুন-পুরাতন দুই দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসাটা খুব স্বাভাবিক। মরহুম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন, সেটা হলো; হাড্ডির পাশের মাংসটা খুব নরম, খেতে খুব মজা লাগে। স্বাভাবিকভাবেই মানুষ ধরে নিছে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, মানুষ কেন এমন ভেবে নিছে আমি জানি না। এই যে ক্ষমতায় বিএনপি আসবে, এই চিন্তা করেই একটা দল অস্থির হয়ে আছে। এই জন্য বিএনপির সাধারণ কর্মী থেকে একদম নেতৃবৃন্দ সহ একটা অপবাদ দিয়ে চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ এই সব নিয়ে বিভিন্ন কথা বলতেছে।
কিন্ত মূলত আমি বলতে পারি, আমার জানামতে, আমার দেখা মতে, অন্য কয়েকটা রাজনৈতিক দল, একটা নতুন দল, একটা পুরাতন দল তারা সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে। প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করতেছে তারা। তারা বলতেছে আমাদের টাকার উৎস কোথা থেকে আসতেছে তা বলা যাবে না। কারণ টাকার উৎস বলে দিলে তার ক্ষতি হতে পারে৷ এই সমস্ত কথা তো আমরা বুঝি। চাঁদাবাজি করতেছে সবাই, নাম পরতেছে বিএনপির। বিএনপি এখন কোন চাঁদাবাজি করে না, প্রথম দিকে কিছু ছিল আমরা তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি। এখন এই মুহুর্তে বিএনপিকে চাঁদাবাজির অপবাদ দেয়া অন্যায়, এই মুহুর্তে বিএনপি চাঁদাবাজি করছে না।
রিফাত