
ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’য় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘৩১ দফা প্রকৃত অর্থে বিএনপির একক না, এটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে তৈরি করেছিল।’
নুরুল হক আরও বলেন, ‘একটি বুর্জোয়া রাজনৈতিক দল হলেও বিএনপি ২০২২ সালের ৩০ ডিসেম্বর তাদের যে বড় কর্মসূচি ঢাকায় করার কথা, ঐতিহাসিক দফা দেওয়ার কথা, পরে গোলাপবাগে তারা কর্মসূচি দিল। সেদিন তারা তৎকালীন সংসদ সদস্যদের পদত্যাগ এবং ১০ দফা দিয়েছিল। সেই ১০ দফার পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে সম্ভবত আবার ২৭ দফা দিয়েছিল।’
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জানান, তার দল বিএনপির সেই ২৭ দফাকে আরও মডিফাই করতে হবে বলে জানিয়েছিল। তিনি বলেন, ‘তারা আমাদের মতামত নিয়েছে অনেকখানি এবং মতামত নিয়ে ৩১ দফা কর্মসূচি দিয়েছে।’
বিগত ১৬ বছরের ফ্যাসিবাদের ফলে রাষ্ট্র সংস্কার যে অনিবার্য হয়ে পড়েছিল, সেটা কিন্তু এই আন্দোলনের আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
‘মানুষের সামনে একটা কর্মসূচি ছিল যে, আমরা ব্যাংকিং সেক্টরে রিফর্ম করতে চাই, প্রশাসনে রিফর্ম করতে চাই, বিচার বিভাগকে শক্তিশালী করতে চাই, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রেস এবং মিডিয়া ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই,’ যোগ করেন তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=WIThlPUiwZU
রাকিব