ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াত সবসময় সোচ্চার: অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫২, ১৩ এপ্রিল ২০২৫

চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াত সবসময় সোচ্চার: অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ব্যবসায়ীদের পাশে সুখ-দুঃখে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় সোচ্চার বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকার আশেপাশের মার্কেটগুলোতে ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘৫ আগষ্ট মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার যেন আবার মাথাচাড়া দিয়ে না ওঠে, সেজন্য সজাগ থাকতে হবে।’

যেই কুরআনের কথা বলায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের ওপরও অমানবিক পাশবিক জুলুম-নির্যাতন হয়েছে, সেই কুরআনের শাসনব্যবস্থা বাংলাদেশে চালু করা পর্যন্ত জামায়াতে ইসলামীর আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘এদেশের জনগণ বুঝে গেছে মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তির সমাজ গঠন করতে চায়।’

জনগণের প্রত্যাশা পূরণে তিনি উপস্থিত নেতাকর্মীদের অতীতের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের আহ্বান জানান। এসময় জামায়াতের পল্টন থানা আমির শাহীন আহমেদ খান উপস্থিত ছিলেন।

রাকিব

×