
ছবি: সংগৃহীত
রোববার (১৩ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, “জনগণ নাকি তাদের ৫ বছর চায়। কিন্তু জনগণ তো উনার পদত্যাগ চেয়েছেন, সেটা তিনি দেখেন না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের কথা বলে উল্টো পথে হাঁটলে, নির্বাচনের নামে ধোঁয়াশা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না।”
নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির পেছনে কাদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে—এই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
আসিফ