
ছবি: সংগৃহীত।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এ সিদ্ধান্তের আওতায় আনা হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি নিশ্চিত করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মো. ওসমান গনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. সাব্বির হোসেন দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. সাব্বির হোসেনের প্রতিক্রিয়া জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হবে।
সায়মা ইসলাম