ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫ হাজার নেতাকর্মীকে খাওয়ালেন বিএনপি নেতা

মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ০৯:২৯, ১৩ এপ্রিল ২০২৫

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫ হাজার নেতাকর্মীকে খাওয়ালেন বিএনপি নেতা

ছ‌বি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৪) আখাউড়া-কসবা নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) দিনব্যাপী জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের তার নিজ গ্রাম বরিশলে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলার বিএনপির ১৪ টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় প্রায় পনের হাজার দলীল নেতা-কর্মীকে খাবার খাওয়ানো হয়। 

আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মুস্তাক মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বেলাল উদ্দিন সরকার তুহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলার নয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভার বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা সম্ভব ছিল না। বর্তমানে দেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ তাদের মনের কথা প্রাণ খুলে বলতে পারছেন। গত ফ্যাসিস্ট সরকারের দোসররা অর্জিত এই গণতান্ত্রিক বিজয়কে বিনষ্ট করতে নানা চক্রান্ত করছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আবীর

×