
ছবিঃ সংগৃহীত
জাতীর কাছে ক্ষমা চেয়ে খুলনা জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল ও সাবেক নেতা অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান এই তিনজনের পদত্যাগের বিষয়টি হাস্যকর বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মনিরুল ইসলাম মিলন। তিনি প্রশ্ন রেখে বলেন কয়েক বছর আগে জাতীয় পার্টি থেকে বহিস্কৃত নেতারা পদত্যাগ করেন কীভাবে?
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মনিরুল ইসলাম মিলন বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ঐ তিন নেতাকে কয়েক বছর আগেই জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু তারা জাতীয় পার্টির কেউ নয়, তাই তাদের পদত্যাগের প্রশ্নই অবান্তর। এর আগেও তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থেকে বহিস্কৃত হয়েছে অথবা পদত্যাগ করতে বাধ্য হয়েছে।
তাছাড়া, যারা জাতীয় পার্টি থেকে বহিস্কৃত তাদের পার্টির কর্মকান্ডের জন্য ক্ষমা চাওয়াটা হাস্যকর এবং ষড়যন্ত্রমূলক। এমন বিষয়ে গণমাধ্যম কর্মীসহ সকলকে সচেতন থাকতেও অনুরোধ করেছেন মনিরুল ইসলাম মিলন।
রিফাত