ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

মানুষের ক্ষুধা ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে: সারজিস আলম

প্রকাশিত: ২২:৫৩, ১২ এপ্রিল ২০২৫

মানুষের ক্ষুধা ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে: সারজিস আলম

ছবিঃ সংগৃহীত

মানুষের যদি ক্ষুধার সমস্যার সমাধান হয় তাহলে রাজনীতি সুন্দর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শনিবার (১২ এপ্রিল) সকালে পঞ্চগড়ের মীরগড় ইকোপার্কে মাশরুম ও মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, পেটে ক্ষুধা রেখে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা কঠিন। এছাড়া তিনি জেলা প্রশাসনের নানান উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের প্রশিক্ষণ মানুষের জীবিকা উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা ও সরকারি কর্মকর্তারা।

 

সূত্রঃ https://youtu.be/VIJNV4nhd2c?si=VZF4EPtPLYvd0nj6

রিফাত

×