
ছবিঃ সংগৃহীত
ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, কিংবা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই ঐক্য একটি লাল কার্ড। তার ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩৬ জুলাই থেকে ১২ এপ্রিল। এভাবে ঐক্যের ইতিহাস রচিত হোক বারবার। প্রিয় মাতৃভূমির জন্য, মুসলিম উম্মাহর জন্য, বিশ্বমানবতার জন্য আমরা এক হয়ে যাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, কিংবা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই ঐক্য একটি লাল কার্ড।
আগামীতে বাংলাদেশ বিশ্বমানচিত্রে ন্যায়ের পক্ষে একটি শক্তিশালী মডেল হতে পারে। প্রয়োজন অটুট ঐক্য, উদার নেতৃত্ব, ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতা। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন।
"মার্চ ফর গাজা" বাস্তবায়নে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, দৃশ্যপটে কিংবা অদৃশ্য থেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন, সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।
রিফাত