ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’

প্রকাশিত: ২২:২৭, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৮, ১১ এপ্রিল ২০২৫

‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, "কিছু উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে, তাঁদের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার বাসনা জন্মেছে। এটি সম্পূর্ণ মিথ্যা। জনগণ এমন সরকার চায়, যে সরকার জবাবদিহিমূলক হবে, ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।"

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ খান, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম প্রমুখ।

আসাদুজ্জামান বলেন, "বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হবেন সরাসরি জনগণের ভোটে এবং সেই সদস্যদের মেজরিটি নিয়ে গঠিত হবে সরকার। কিন্তু গত ১৫ বছরে এ নিয়ম মানা হয়নি। ২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ব্যবস্থার পরিবর্তন ঘটেছে, যা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত।"

প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিএনপি নেতা বলেন, "তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দেবেন। আমরা সেই নির্বাচনের অপেক্ষায় রয়েছি।"

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের দায়িত্ব হলো নির্বাচন আয়োজন করা, দেশ গড়ার দায়িত্ব জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। বিমানবন্দর বা মেডিকেল কলেজ বানানো নয়, আপনাদের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।"

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিপন বলেন, "দল ভারী করার নামে যারা ফ্যাসিস্ট সরকারের দোসরদের নিয়ে আসছেন, তাদের বয়কট করুন। বিএনপিতে লোকের অভাব নেই। যারা আওয়ামী লীগের প্রশ্রয়ে দলবদল করছেন, তারা গণশত্রু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতেও বহিষ্কার করা হবে।"

আসিফ

আরো পড়ুন  

×