ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইউনূস সরকার কেন ৫ বছর দরকার, কী বললেন নবনীতা?

প্রকাশিত: ২১:৩৮, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৭, ১১ এপ্রিল ২০২৫

ইউনূস সরকার কেন ৫ বছর দরকার, কী বললেন নবনীতা?

ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জনমনে অনেকটাই স্বস্তি দেখা যাচ্ছে। রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, লোডশেডিং না হওয়া, রফতানি পণ্যের বিগত বছরের তুলনায় বেশি আয় হওয়া, নাসার সাথে বাংলাদেশের চুক্তি ছাড়াও আরো নানাবিধ কারণে মানুষ ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের কার্যকলাপে সন্তুষ্ট। স্বরাষ্ট্র উপদেষ্টাও সিলেটে গিয়ে জনগণের এই চাওয়া নিয়ে কথা বলেন।

সাংবাদিক ও উপস্থাপিকা নবনীতা চৌধুরী সম্প্রতি তার ইউটিউব চ্যানেলেও এই সরকার কেন পাঁচ বছর থাকা দরকার প্রসঙ্গে বলেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমন্বিতভাবে কাজ করছে। তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলা যাবে না।" 

এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনায় তিনি তুলে ধরেন, দেশের নাম ও সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে চরম মতভেদ।

তিনি বলেন, কেউ চাইছে দেশের নাম “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” থাকুক, কেউ বা প্রস্তাব করছে “জনকল্যাণে বাংলাদেশ” বা “জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ”। শুধু নাম নয়, সংবিধান নিয়েও চলছে নানা রকম প্রস্তাব, পাল্টা প্রস্তাব ও বিতর্ক। কেউ সংস্কারের পক্ষে, কেউ আবার পুরো সংবিধান বাতিল করে নতুন করে প্রণয়নের দাবি তুলছে।

নবনীতা চৌধুরী রাজনৈতিক দলগুলোর এই মতানৈক্যের ব্যাপারে মন্তব্য করেন, “মানে পরিস্থতি এমন হয়েছে সাত মণ তেলও আসবে না, রাধাও নাচবে না”—রাজনৈতিক দলগুলোর এই মতৈক্যের অভাব দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলেই মনে করেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=hM0QaXnqPgE

আবীর

×