
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ব্যতিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তা গ্রহণযোগ্যা হবেনা। নির্বাচন দিবে প্রশাসন। প্রশাসনে কি সংস্কার হয়েছে? তাহলে রায়পুর উপজেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই তারাই জনগণের উপর অত্যাচার, জুলুম নির্যাতন করেছে। মানুষ বারবার আন্দোলন সংগ্রাম করেছে। সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে হাসিনা সরকারের পতনের মাধ্যমে মানুষ আবার স্বাধীন হয়েছে। আমরা রিস্ক নিয়ে আন্দোলন করেছি সরাসরি। কিন্তু আজকে অনেকে চাঁদাবাজি, দখলবাজী করছে। চাঁদাবাজি চলতে দেওয়া যাবেনা। বৈষম্য বিরোধী ছাত্ররা চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা সরাসরি আন্দোলনে ছিলাম, কিন্তু অনেকে বলেছে আন্দোলনের তাদের সম্পৃক্ততা নেই। আন্দোলনে জয়ী না হলে আমদের অস্তিত্ব থাকতো না কিন্তু বাকিরা তালে তাল মিলিয়ে টিকে যেতো। এদেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না।
ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাদেরকে তিনী ইসলামী আন্দোলনে যোগদানের আহ্বান জানান তিনি।
রায়পুর উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে থানা সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চলনায় আয়োজিত উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দীন,জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান প্রমুখ।
মুমু