ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আমরা দেখতে চাই বাংলাদেশের জন্য পজিটিভ কি কি হচ্ছে: তাহসিন রিয়াজ

প্রকাশিত: ১৯:১৩, ১১ এপ্রিল ২০২৫

আমরা দেখতে চাই বাংলাদেশের জন্য পজিটিভ কি কি হচ্ছে: তাহসিন রিয়াজ

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা আমির খসরুর মন্তব্য—নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে—ঘিরে যমুনা টিভির এক টক শোতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ বলেন, "আমরা দেখতে চাই বাংলাদেশের জন্য পজিটিভ কি কি হচ্ছে।"

উক্ত টক শোতে এক আলোচকের মন্তব্যের প্রেক্ষিতে তাহসিন বলেন, “স্বাধীনতার পর এমন প্রভাবশালী বিজনেস সামিট আর হয়নি। কেউ কি কখনও আশিক ভাইয়ের মত ইফেক্টিভ প্রেজেন্টেশন দিতে পেরেছে? বিষয়টা হলো—এই সামিট কে করেছে সেটা বড় কথা নয়, এতে দেশের কী উপকার হচ্ছে সেটাই মুখ্য।”

তিনি বলেন, “বিগত সময়ে আমরা দেখেছি, সামিটগুলো হতো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে, কিছু চাটুকার নিয়ে। অথচ আজ সেই পরিবর্তনের প্রত্যাশী মানুষই আশিক ভাইয়ের প্রেজেন্টেশনের প্রশংসা করছেন। কেউ যদি এই প্রশংসা করতে সংকীর্ণতা দেখান, সেটা তার মনের সংকীর্ণতা।”

তাহসিন আরও বলেন, “এই অন্তর্বর্তী সরকার বিজনেস সামিটে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে একটি বার্তা দিয়েছে যে দেশের অর্থনৈতিক স্বার্থে সবাই এক। আমি মানছি, বিদেশিরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু ইউনূস সরকার তাদের নির্বাচনি রোডম্যাপ নিয়ে অটল রয়েছেন।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা বিতর্ক নয়, বরং খুঁজে নিতে চাই—বাংলাদেশের জন্য ইতিবাচক দিকগুলো কীভাবে কাজ করছে।”

আসিফ

×