
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন উজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পুলিশ উজ্জলকে গ্রেফতার করে। আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উজ্জল বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুইঈমুল ইসলাম মিরাজের দায়েরকৃত মামলার আসামি।
গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন উজ্জল গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের দোসর হয়ে ছাত্রজনতার উপর লাঠিচার্জ করে। ৫ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন উজ্জলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে শুক্রবার সকালে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কামরুজ্জামান/রবিউল