ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আল্লাহর আইন প্রতিষ্ঠা না হলে ন্যায়নীতি কোনোদিনই আসবে না

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ১৫:০৪, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:১০, ১৬ এপ্রিল ২০২৫

আল্লাহর আইন প্রতিষ্ঠা না হলে ন্যায়নীতি কোনোদিনই আসবে না

আল কোরআনের আলোকে সমাজ পরিবর্তনের আহ্বান জামায়াতে ইসলামীর

দেশকে পরিবর্তন করতে হলে আগে সমাজ পরিবর্তন করতে হবে—আল কোরআনের আলোকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ডেমরায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও কোরআন বিতরণ অনুষ্ঠান।

শুক্রবার সকালে ডেমরার স্টাফ কোয়ার্টার আলমস অডিটোরিয়ামে ঢাকা মহানগরী দক্ষিণের ৬৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান কমার্স কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ওয়ার্ড সভাপতি মো. ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মো. নুরুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে বলেন, "স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশবাসী বৈষম্য, দুর্নীতি, গুম, খুন ও নৈতিক অবক্ষয়ের শিকার হয়ে আসছে। এ সমাজে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা না হয়, তাহলে ন্যায়নীতি কোনোদিনই আসবে না। তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। এখন সময় এসেছে সত্যিকারের ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের। ছাত্রসমাজের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান বাস্তবায়নের মাধ্যমেই তা সম্ভব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সহকারী সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন। আরো বক্তব্য রাখেন ডেমরা জোনের সহকারী পরিচালক মো. আলী, মাও. এনামুল হক, ডা. সাইদুল হক পাটোয়ারী, মোস্তফা মাহমুদ আরিফ, পারভেজ আলমসহ জামায়াতের ডেমরা থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজন ছিল এলাকার সাধারণ মানুষের মধ্যে আল কোরআন বিতরণ করা। বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের হাতে কোরআনের কপি তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার এক ক্ষুদ্র প্রচেষ্টা। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে জামায়াতের নিহত প্রবীণ নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং ফিলিস্তিনের গাজায় নিহত মুসলিমদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আবীর

×