ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৩:৫১, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:২৬, ১১ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের নেতৃত্বে তার নির্বাচনী এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে "এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ" (এ্যাব) এর ঢাকা জোনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান তার বক্তব্যে বলেন, এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়; এটি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ও ইসরাইলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই।

তাই অনতিবিলম্বে ইসরাইলের এ হামলা বন্ধের জন্য তিনি বিশ্ব মোড়লদের এগিয়ে আসার জন্য জোর দাবি জানান।

রবিউল

×