ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এই সরকারের পিআর অসাধারণ : রুমিন ফারহানা

প্রকাশিত: ১০:২৩, ১১ এপ্রিল ২০২৫

এই সরকারের পিআর অসাধারণ : রুমিন ফারহানা

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও  সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,এই সরকারের পিআর অসাধারণ। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পিআরের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন।

রুমিন ফারহানা বলেন, “এই সরকারটির দুটো জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। মানুষের মত কোন দিকে যাবে, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষ কি রাজনীতি দেখতে চাইবে সেটা খুবই সুচারুভাবে তৈরি করছে সরকার”।

তিনি আরও বলেন, “আর দ্বিতীয়টি হচ্ছে এই সরকারের পিআর অসাধারণ। সেই পিআরের ফল আসলে বাংলাদেশে কতটুকু ঘরে তুলতে পারবো, সেই প্রশ্ন থেকেই যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পিআরের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন।”

ব্যারিস্টার রুমিন বলেন, “যেই ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছেন, আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না, রাজনীতির ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তিনি যখন ঈদের পরে হাত মেলান, ঈদের দিন সকালবেলা, তখন ‘পাঁচ বছর-পাঁচ বছর’, ‘তিন বছর-তিন বছর’ রব ওঠে!”

তিনি আরও বলেন, “তার আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই, যখন সার্জিস আলম বলে, ‘আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন- পাঁচ বছর যদি আপনাকে পেতাম।’ ওই যে একটা ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করি।”

মানুষ কি চায়, মানুষ কি শুনতে চায়, দেখতে চায়, এটা সরকার যদি বুঝে কাজ করে তাতে সমস্যা কোথায়? এই প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “কাজ যদি করে কোন সমস্যা নাই। কিন্তু মুশকিল হচ্ছে, কাজ যদি ইমপ্লিমেন্টেড হয়, তাও অসুবিধা নাই। কিন্তু তারপরেও একটা অসুবিধা আছে। অসুবিধাটি হচ্ছে বাংলাদেশতো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র।”

তিনি বলেন, “আপনি পাঁচজন অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশে আনলেন। আমি একেবারেই ফেরেশতা বলছি এই মানুষটির কোনো দোষ নাই। সেই ইউটোপিয়ান পাঁচটি মানুষ সংগ্রহ করলেন এবং তাদের রাষ্ট্রক্ষমতায় ভোট ছাড়া বসালেন। সমস্যাটা ঠিক ওই জায়গায়।”

রুমিন ফারহানা বলেন, “যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন, চমৎকার কথা বলছেন, বক্তৃতা করছেন, বক্তৃতার ফাঁকে চোখের পানিও ফেলছেন, তারা যদি মনে করেন, তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? নির্বাচনে এলে তো আপনি অন্য কোনো গ্রহে যাবেন না। ঠিক যেই গদিতে আপনি বসে আছেন, মানুষ যদি আপনাকে ভোট দেয়, আপনি সেই গদিতেই বসবেন। আমার মনে হয় নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার কথা না।”

 

 

সূত্র:https://tinyurl.com/52vsw9zm

আফরোজা

×