
ছবি: সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পাঁচ বছর রাখার প্রচারণাকে ‘উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরীফ। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “যদি বর্তমান সরকার দেশকে আমেরিকার পর্যায়েও নিয়ে যায়, তারপরও তাকে পাঁচ বছর রাখার প্রচারণা সত্য আড়াল করার উদ্দেশ্যে চালানো হচ্ছে।”
তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের চেতনার মধ্যে নির্বাচন ছিল না—এমন প্রচার চালিয়ে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। “এটি একটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণা,” বলেন শরীফ।
তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন এবং সেই দলের পক্ষ থেকে টিউশনের টাকা খরচ করে শতশত গাড়ির বহর নিয়ে সারাদেশে ঘুরে বেড়ানোর কথা ছিল না। এটি একটি সুপরিকল্পিত প্রচেষ্টা—বিএনপিকে ঘিরে ফেলা হচ্ছে, তাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।”
শরিফুজ্জামান শরীফ অভিযোগ করেন, দেশের মাঠ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এমনকি বিদেশি ইউটিউবারদের মাধ্যমেও বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে। এর মূল উদ্দেশ্য জামায়াতে ইসলামীর জন্য রাজনৈতিক স্পেস তৈরি করা। পাশাপাশি এনসিপিকেও একইভাবে জায়গা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আক্ষেপ করে বলেন, “এই সরকার ঈদে আমাকে কম দামে পটল খাইয়েছে, কিন্তু দামের পটল খাওয়ার সঙ্গে সরকারের পাঁচ বা সাত বছরের মেয়াদের কোনো সম্পর্ক নেই।”
আবীর