ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না: অধ্যাপক মুজিবুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২২:২০, ১০ এপ্রিল ২০২৫

সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না: অধ্যাপক মুজিবুর

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে মেনে নেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, যদি নির্বাচন সংস্কার ছাড়া হয়, তাহলে বাংলাদেশে আরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর সাহেব বাজার গনকপাড়া মোড়ে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এই মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চাইনা আর কোনো ডামি নির্বাচন দেখতে চাইনা। স্বৈরাচারি শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে।

অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যারও তীব্র নিন্দা করে বলেন, “অবিলম্বে ইসরায়েলের এই বর্বরতা বন্ধ করা উচিত এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এসময় তিনি শান্তিপ্রিয় দেশগুলিকে ইহুদিদের পণ্য বর্জন করতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং আমরা দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”

ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তিনি সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান এবং বলেন, "এদেশের মানুষ শান্তি চাই, তাদের নাগরিক অধিকার চাই এবং কোনো স্বৈরশাসন দেখতে চায় না।"

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামী নায়েবে আমীর এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বানিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, রাজশাহী-৩ আসনের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সভাপতি শামিম উদ্দিন, রাবি শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।

আশিক

×