ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফ্যাসিবাদ ঢুকেছিলো সব জায়গায়, এখন তা মুক্ত: ফরহাদ মজহার

প্রকাশিত: ২০:৪৯, ১০ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদ ঢুকেছিলো সব জায়গায়, এখন তা মুক্ত: ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের খ্যাতিমান লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক কাঠামো গঠনের ক্ষেত্রে সব মত, পথ ও জাতিসত্তার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, যেখানে ইসলাম, সনাতন, বৌদ্ধ, আদিবাসীসহ সকল জনগোষ্ঠী থাকবে। কিন্তু যারা অন্যদের বাদ দিতে চায়, তারাই ফ্যাসিস্ট।”

মোস্তফা সরয়ার ফারুকীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “তিনি গভীর সাংস্কৃতিক তাৎপর্য সামনে এনে রাষ্ট্রীয়ভাবে নববর্ষ উদযাপনের উদ্যোগের কথা বলেছেন, যা আমি ইতিবাচকভাবে দেখি। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো উদ্যোগ গণতান্ত্রিক হয় না।”

তিনি আরও বলেন, “আমার চিন্তায় ইসলাম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের সকল নাগরিকের বিশ্বাস ও সংস্কৃতিকেও সমান মর্যাদা দিতে হবে। এটাই অ্যান্টি-ফ্যাসিস্ট অবস্থান, এবং গণঅভ্যুত্থানের পর আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকেই নতুন বাংলাদেশ গড়ার পথে এগোচ্ছি।”
 

সূত্র: https://www.youtube.com/watch?v=ERV1iRJKeFY

আবীর

×