ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সাংবাদিককে হুমকি, পটুয়াখালীর যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৩২, ১০ এপ্রিল ২০২৫

সাংবাদিককে হুমকি, পটুয়াখালীর যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সাথে অশ্লীল বাক্য ব্যবহারসহ তাকে দেখে নেয়ার হুমকি দেওয়া পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে আগামী ৩ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বাউফলের ৩ নম্বর ওয়ার্ডের একটি সরকারি প্রাইমারি স্কুল ভবনের নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহামান ঠিকাদার ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগকে ফোন দিলে তিনি তার সাথে অশ্লীল বাক্য ব্যবহার করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টিগোচর হলে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এদিকে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ কর্তৃক সাংবাদিক সিদ্দিকুর রহমানের সাথে অশ্লীল বাক্য ব্যবহার ও হুমকির প্রতিবাদে বাউফলে সাংবাদিক সংগঠনগুলো আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের ফটকের সামনের সড়কে যৌথ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বক্তারা ওই কর্মসূচি থেকে যুবদল নেতার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাংবাদিক সিদ্দিকুর রহামানের সাথে অশ্লীল বাক্য ব্যবহার ও হুমকির ঘটনায় ওই যুবদল নেতার বিরুদ্ধে বুধবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

কামরুজ্জামান বাচ্চু/রাকিব

×