ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

প্রকাশিত: ১৯:০৫, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:০৬, ১০ এপ্রিল ২০২৫

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

ছবিঃ সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনের গাজা ও রাফাহতে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না।"

তিনি বলেন, "আমরা মনেপ্রাণে ও কৃতজ্ঞ চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করবো, যিনি ইরাক-ইরান যুদ্ধের দ্বন্দ্বে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি, আজ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকতেন এবং সেইরকম ভূমিকা নিতেন, তবে ইসরায়েল এমন অপকর্ম করার সাহস দেখাতে পারতো না।"

তিনি আরও বলেন, "এই মিছিলে শুধু বিএনপির সমর্থক কর্মীরাই অংশগ্রহণ করেননি, বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিরাও আজ এখানে অংশগ্রহণ করেছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"

সূত্রঃ https://youtu.be/vFyksSWYqVk?si=ZOk6gY9B_xKo45Yj

ইমরান

×