ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৪৫ বছর আগে ফিলিস্তিনের জন্য যা করেছিলেন জিয়াউর রহমান

প্রকাশিত: ১৮:২৫, ১০ এপ্রিল ২০২৫

৪৫ বছর আগে ফিলিস্তিনের জন্য যা করেছিলেন জিয়াউর রহমান

ছবি: সংগৃহীত

গাজা ও রাফায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক র‍্যালি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “আমরা এর আগেও প্রতিবাদ ও বিক্ষোভ করেছি। আজকের র‍্যালির মাধ্যমে আমরা আবারও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সমর্থন পুনর্ব্যক্ত করছি।”

তিনি আরও জানান, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে ডাকটিকিট প্রকাশ করেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানও ফিলিস্তিনের প্রতি সবসময় সমর্থন জানিয়ে আসছেন। র‍্যালি থেকে দখলদার ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা এবং তাদের প্রধানমন্ত্রীকে গ্রেফতারের দাবিও পুনরায় তোলা হয়।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=EM8ysEmkR94

আবীর

×