ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

প্রকাশিত: ১৬:২৫, ১০ এপ্রিল ২০২৫

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত।

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদী র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। তারা মাথায় ফিতা বেঁধে, হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিএনপির বিভিন্ন স্তরের নেতারা জানান, ফিলিস্তিনে শিশু ও নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলটির দাবি, বিশ্ববাসীকে ইসরায়েলের এই গণহত্যা ও নৃশংসতার বিরুদ্ধে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

র‌্যালিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে র‌্যালি সম্পন্ন করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

রাজধানী ঢাকার পাশাপাশি সারাদেশের বিভিন্ন মহানগরেও আজ একই ধরনের প্রতিবাদী র‌্যালির আয়োজন করেছে বিএনপি।

সায়মা ইসলাম

×